Home ছড়া-কবিতা সকাল হলে । আরিফ হোসেন সকাল হলে । আরিফ হোসেন December, 2018 সকাল হলে সূর্যি মামা পুব আকাশে ওঠে, খুকুমণি ঘুমটা ভেঙে পাঠশালাতে ছোটে। ঐখানে রোজ কোরান-হাদিস শিখায় তাদের গুরু, ন্যায়ের পথে চলাটা হয় তখন থেকে শুরু