Home ছড়া-কবিতা ভাবুক ছেলে । নাজমুল হোসেন বাবু ভাবুক ছেলে । নাজমুল হোসেন বাবু December, 2018 একটি ছিল ভাবুক ছেলে সারা দিন ভাবতো, নেই খাওয়া আর নেই দাওয়া তার ভাবনায় মন থাকতো। মানুষ ভাবে এই ছেলেটা হয়ে গেছে বোকা, সবার কাছে প্রিয় ছিল যখন ছিল খোকা। পড়াতে মোটেও দেয় না মন দেয় না ভালো কাজে, হেসে খেলে দিন যায় চলে ভাবনাগুলো বাজে!