এই তো সে দিন স্মৃতির মেলায়
হারিয়ে যাওয়া ক্ষণগুলো
মায়ের কোলে বাবার সাথে
ছোট্ট আলাপনগুলো।
শেষ বিকেলে দক্ষিণ মাঠে
সেই সোনালি ধানগুলো
মাতাল হাওয়ায় নেই এখন আর
সেই পাখিদের গানগুলো।
নদীর বুকে রূপালি ঢেউ
সবুজ ফেনার খালগুলো
হারিয়ে গেল বর্ষা মাঝি
নৌকার সারির পালগুলো।
উদাস জীবন পার করা সেই
শেষ বিকেল আর ভোরগুলো
সাত সকালের উঠোন জুড়ে
নেই সে দিনের শোরগুলো।
স্মৃতির পাতায় ভেসে বেড়ায়
ছোট্ট নদীর কূলগুলো
কাঁদছে আজো বকুল তলার
শিউলি জবা ফুলগুলো।
যাইনি ভুলে বাবার স্মৃতি
জ্যোৎস্নাকাশের নীলগুলো
কিশোর দিনে শাপলা ফোটা
বাড়ির পাশের বিলগুলো।