কত সুন্দর অপরূপ এ ধরা
কত হাজার উপকরণে ভরা।
চারদিকে কত আনন্দ হাসি
ফুল ফলে ভরা বৃক্ষ রাশি রাশি।
মরি সরি আহা এ কী অপরূপ
মরমে মরমে জ্বলে সদা ধূপ।
ভুবন ভরা এতো আনন্দ গীতে
চাই সবার সঙ্গে অংশ নিতে।
আমি চাই এখানে সকলের সাথে
দিনের আলো আর জোছনা রাতে
চিরদিন আনন্দে মেতে থাকি
অপরূপে ভরা জীবনের ছবি আঁকি।