নীল রঙের কোরাডিয়া ইলিন্ট ট্রেন দু’টি তৈরি করেছে ফ্রান্সের অ্যালস্টোম কোম্পানি। ট্রেনগুলো জার্মানির উত্তরের বিভিন্ন শহরের মধ্যে ১০০ কিলোমিটার দীর্ঘ একটি রুটে চলাচল করবে।