বৃষ্টি ভেজা এই শহরে
ঢলের খেলা ঢল
যেদিকে যাই সবখানেতে
পানিতে খলবল।
বৃষ্টি এলে হয় না যাওয়া
কাঁধে নিয়ে বই
পাঠশালার রাস্তাখানি
পানিতে থইথই।
গাড়িঘোড়া নৌকা সাজে
পানির ওপর বাস
নানান কিছু ভাসতে দেখি
লম্বা গলার হাঁস।
ভিনদেশী লোক হেসেই বলে
সোনায় ভরা এই?
দুর্নীতি আর গালবাজিতে
কিছুই বলার নেই!