বর্ষার রিমঝিম বৃষ্টিকে বিদায় জানিয়ে শরতের স্নিগ্ধ আবহাওয়ার ছোঁয়া এসেছে সবেমাত্র। এখনও আকাশে কালোমেঘের বিচরণ দেখে ছাতা হাতে নিয়েই ঘর থেকে বের হতে হয়! অবশ্য ছাতার বিকল্প ব্যবহারও দরকারি।