দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : বলতো পৃথিবীতে সবচেয়ে ধনী কোন ব্যক্তি?
২য় বন্ধু : যার হৃদয় প্রশস্ত।
এবার ২য় বন্ধু ১ম বন্ধুকে বললো- তুই বলতো পৃথিবীতে সবচেয়ে কৃপণ কোন ব্যক্তি?
১ম বন্ধু : যে ভাত না খেয়ে পানি খেয়ে থাকে।
আশরাফুল আলম
ফুলবাড়ি, কুড়িগ্রাম
দুই বোকার মধ্যে কথা হচ্ছে-
১ম বোকা : এই বরফ থেকে এতো পানি বের হচ্ছে কেন?
২য় বোকা : বরফটা মনে হয় লিক হয়ে গেছে।
মুয়িদুল ইসলাম
উজিরপুর, বরিশাল
শিক্ষক ও ছাত্রদের মধ্যে কথোপকথন-
শিক্ষক ক্লাসে এসে বললেন, তোমাদের মধ্যে কে কে S.S.C পরীক্ষায় A+ পেতে চাও তারা সবাই হাত তুলো। একজন বাদে সবাই হাত তুলেছে। শিক্ষক তাকে জিজ্ঞাস করলেন, তুমি কি A+ পেতে চাও না। ছাত্রটি বলল, স্যার আমি A+ নয়, পরীক্ষায় Golden A+ পেতে চাই।
নাঈম ইবনে তাহের
সাহাপুর, ঈশ্বরদী, পাবনা
রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন-
সাংবাদিক : মনে করেন ঘরবাড়ি, আসবাবপত্র কাঁপছে। এখন ভূমিকম্প হচ্ছে কি না কিভাবে বুঝবেন?
ব্যক্তি : টিভি অন করে শিরোনাম দেখবো।
সুলতান মাহমুদ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
ক্রিকেট স্পেশাল, প্রত্যেক ব্যাটসম্যান প্রথম বলেই আউট হয়ে যাচ্ছে!
কোচ বললেন, আমি মাঠে নামব ব্যাট করতে। অতঃপর কোচও প্রথম বলেই ডাক।
মাঠ থেকে ফিরে কোচ বললেন- গুড! সবাই আমার মত খেলেছ তাই আউট হয়েছ!!
আব্দুল্লাহ জহুরি
নয়াবাজার, মৌলভীবাজার