সাজেক দেখি পাহাড় চূড়ায়
হাতের সাথে হাতটি মিলায়
গাছের ডালে মনটা হারায়
বাবার সাথে স্বপ্ন পুরায় ॥
হাতের লাঠি তলায় মাটি
জোড় কদমে চলছি খাঁটি
কাঁধের সাথে কাঁধটি আঁটি
সঙ্গী সাথি পরিপাটি॥
গাছগাছালি পাখপাখালি
আকাশ পানে মেঘের ফালি
সাগর বুকে নদের নালি
হাওয়ায় ওড়ে রঙিন বালি ॥
ঝর্নাধারা বইছে দেখো
সূর্য তাপটি মাথায় রেখো
শীতল হাওয়া দেহে মেখো
আনন্দে মন গাইতে শেখো ॥
দুপুর বেলায় খাওয়া শেষে
ফিরছি সবাই বীরের বেশে
মহান প্রভুর তৃপ্তি রেশে
ঘুরবো আবার দেশে দেশে ॥