খোকনসোনা ভাবতেছিল, তাই তো!
সব জাতিরই রাজা আছে,
পাখির রাজা নাই তো!
পশুর রাজা সিংহ মামা,
ইলিশ রাজা মাছের
ফুলের রাজা গোলাপ এবং
বট রাজা সব গাছের-
পাখির রাজা নাই তো!
তাই তো!
হামদো ভূত তো ভূতের রাজা,
ফজলি রাজা আমের
পুতুলরাজাও রাজা বটে
নয় যদিও কামের-
পাখির রাজা নাই তো!
তাই তো!
ঠিক তখনই খোকন দ্যাখে চেয়ে
আকাশ গেছে পাখির মেঘে ছেয়ে
শূন্যে কোথাও ঠাঁই নেই এক তিল
শালিক শকুন ফিঙে পেঁচা চিল
দোয়েল ঘুঘু বাবুই কবুতর
কোন্ পাখি, হায়, ছাড়েনি তার ঘর!
কী কারণে গেছে তারা ক্ষেপে-
যুদ্ধে এলো বাতাসে তাই চেপে
শুরু হয়ে গেছে পাখির রণ
করেছে সব পাখিই বুঝি পণ
হারবে না কেউ, নেবে প্রাণের ঝুঁকি
আকাশে তাই করছে ঠুকাঠুকি
সে কী ভীষণ যুদ্ধ হলো, ভাই,
বিরতিহীন, থামাথামি নাই
গায়ে পরে লাল টুকটুক জামা
ডুবু ডুবু করছে ভানুমামা
হঠাৎ খোকন অবাক হয়ে দেখে
পালাচ্ছে সব পাখি একে একে
মনে হচ্ছে কাপুরুষের দল
পালিয়ে যাচ্ছে হারিয়ে মনের বল
রণক্ষেত্রে তখনও এক চিল
লড়তে লড়তে ভীষণ সে কাহিল
ফিঙে যখন করলো তাকে ধাওয়া
এক পলকে চিলবাবাজি হাওয়া!
শকুন শালিক সবাই গেছে চলে
আকাশ কেবল ফিঙেরই দখলে।
ঝিঙেমাচায় মরা আলোয়
দুলছে তখন ঝিঙে
তার ওপরে বসলো এসে
পাখির রাজা ফিঙে।