সুপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
নভেম্বর মানেই বছরের প্রায় শেষ। বার্ষিক পরীক্ষাও সমাগত। নিশ্চয়ই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো! হ্যাঁ, পরীক্ষায় ভালো করতে হবে সেই মানসিকতা নিয়ে আরো ভালো করে লেখাপড়া করতে হবে। আরো বেশি বেশি পরিশ্রম করতে হবে। তবেই না সফল হওয়া যাবে।
মনে রেখ, সুশিক্ষা মানেই সুন্দর জীবনের মজবুত পিলার। আর সুশৃঙ্খল জীবন মানেই সুন্দর ও সফল জীবন।
ফলে একদিকে যেমন সুশিক্ষা গ্রহণ করতে হবে, অন্য দিকে জীবন-যাপনের ক্ষেত্রেও সুশৃঙ্খলার দিকে লক্ষ্য রাখতে হবে।
তোমাদের এই বয়সটাই কিন্তু সফল জীবন গড়ার জন্য উত্তম সময়। সুতরাং সেদিকে সবাই খেয়াল রাখবে বলে আশা রাখি।
তোমাদের সার্বিক সফলতা আমরা কামনা করছি।
বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও, আর আল্লাহর কাছে সাহায্য কামনা করো।
মহান রব তোমাদের ওপর রহমতের ধারা বর্ষণ করুন।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।