সবুজ বরণ এই দেশটাতে
ফসল ফলায় চাষা,
সেই ফসলে ভরবে দেশ
এটাই তাদের আশা।
সারাটা দিন রোদে পুড়ে
আশায় বাঁধে বুক,
ফলবে ফসল সবুজ মাঠে
তাতেই পাবে সুখ।
মাঠটি যখন সোনার ধানে
ভরা দেখে চাষি,
অমনি তার মনটা নাচে
মুখে ফোটে হাসি।
কৃষক সমাজ খেটে বেড়ায়
নয়তো নিজের জন্য,
তাদের চাষের ফসল জোগায়
সবার মুখে অন্ন।