শপথ নিলাম গড়ব এদেশ
জ্ঞানের আলো দিয়ে
ছড়িয়ে দেব সুখের বাতাস
দুঃখ মুছে দিয়ে।
থাকবে না আর দুঃখ কারো
আসবে নাকো পানি
সব ভেদাভেদ ভুলে সবাই
এসো একটুখানি।
মুক্ত পাখি ছুটে যাবে
নীল আকাশের দিকে
বন্দী কেন শিশু-কিশোর?
সে সব এখন ফিকে।
শপথ নিলাম গড়ব এদেশ
জ্ঞানের আলো দিয়ে
ছড়িয়ে দেব সুখের বাতাস
দুঃখ মুছে দিয়ে।
থাকবে না আর দুঃখ কারো
আসবে নাকো পানি
সব ভেদাভেদ ভুলে সবাই
এসো একটুখানি।
মুক্ত পাখি ছুটে যাবে
নীল আকাশের দিকে
বন্দী কেন শিশু-কিশোর?
সে সব এখন ফিকে।