মেঘপালের বৃষ্টিরা সব
চুপিসারে হাসে,
দাও ভিজিয়ে তোমার বানে
আমায় ভালোবেসে।
আমার কাছে তোমার পানি
দাও না বাড়িয়ে,
ঝুম বাদলে তোমার তানে
যাবো হারিয়ে।
নদীর কূলে বসে আমি
ডাকি সুরে সুরে,
দাও না যদি দেখা তুমি
যাবো বহু দূরে।
তোমার দিকে চাই যে আমি
দিও অবশেষে,
প্রভু তোমার কাছে আমায়
নিও ভালোবেসে।