Home পাহাড়ি এক সন্ধ্যা – ফয়সাল বিন মাহমুদ পাহাড়ি এক সন্ধ্যা

পাহাড়ি এক সন্ধ্যা

পাহাড়ি এক সন্ধ্যা

‘তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তাহলে তুমি কত সুন্দর’
প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের কথাটা যখন মনে পড়ে স্রষ্টার সৃষ্টি দেখার লোভ সামলাতে পারি না। সুযোগ পেলেই হারিয়ে যাই নাম না জানা অনেক অজানা সৃষ্টির সান্নিধ্যে। কারণ সৃষ্টির মাঝে আমি দেখতে পাই স্রষ্টার এক একটি অলৌকিক নিদর্শন। যে সৃষ্টির রূপ এত অপরূপা সেই সৃষ্টির স্রষ্টা কত সহস্র রূপে রূপায়িত হবেন তা ভেবে রোমাঞ্চিত হয়ে যাই।

EDITOR PICKS

একটু দেখুন