Home ছড়া-কবিতা শাপলা ফুল – আবদুল ওহাব আজাদ শাপলা ফুল – আবদুল ওহাব আজাদ October, 2018 বিলে ঝিলের শাপলা ফুল, খুকু বানায় কানের দুল। শাপলা ফুলের নরম লতি, খুকুর চোখে ঝিলের জ্যোতি। খুকুর গলায় ফুলের হার, হাতে বাঁধা শাপলা তার। শাপলা ফুলে খাল বিল, বিলের পানি স্বচ্ছ নীল। সেই পানিতে ডুবায় মুখ, খুকুর মনে বেজায় সুখ!