Home ছড়া-কবিতা চাই সেই লোক – আবদুল হালীম খাঁ

চাই সেই লোক – আবদুল হালীম খাঁ

আমাদের মাঝে প্রভু দাও সেই লোক
কাজে ও কথায় যারা ছড়ায় আলোক।
আঁধার এ ভুবনে আনে আলোর বান
বিপদ আপদে গায় জীবনের গান।

লোভ লালসা যারা দু’পায়ে দলে চলে
জালিমের সামনে সদা সত্য কথা বলে।
সাহসী নির্ভীক বুক সত্য সেনা বীর
আল্লাহ ছাড়া নত করে নাকো শির।

অন্যায় কালিমা যার ছোঁয় না চরণ
সত্যের সাধনায় রত সদা মন।
আমাদের মাঝে প্রভু চাই সেই লোক
কাজে ও কথায় যারা ছড়ায় আলোক।

SHARE

Leave a Reply