১. শালিক শালিক ময়না
কোথায় পাবো গয়না
গয়না সবই নকল আজ
কেমনে হবে বউয়ের সাজ!
২. চাঁদ-সুরুজের বিয়ে হবে
শিয়াল ডাকে হুক্কা
খুশির চোটে মোরগ ডাকে
প্রাণটা গেলো অক্কা।
৩. নিশিরাতে ঝোপঝাড়ে
ঝিকমিক ওটা কি?
জ্বলে আর নিভে শুধু
নামটা তার জোনাকি।
৪. আম আছে জাম আছে, আছে কতবেল
ফল খাও যত পাও করবে নাকো ফেল।
৫. গাছে গাছে ফুল ফোটে ওড়ে মৌমাছি
মাছ খেয়ে মাছরাঙা করে নাচানাচি।
৬. আকাশেতে চিল ওড়ে
দাঁড়িয়ে থাকে বক
আতাফল মিঠা এতো
তেঁতুল কেন টক!