Home আইটি কর্নার ভিডিও চুরি ঠেকাবে ইউটিউব কর্তৃপক্ষ -তানভীর তাজওয়ার

ভিডিও চুরি ঠেকাবে ইউটিউব কর্তৃপক্ষ -তানভীর তাজওয়ার

ইউটিউবে ভিডিও চুরি খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এটা যে অন্যায় তা যেন মনেই হচ্ছে না কারো। ক্রিয়েটিভ ভিডিও মেকাররা তাই হতাশ হচ্ছেন হরহামেশা। তবে সুখবর হলো, এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ইউটিউব কর্তৃপক্ষ। কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও চুরি হয়েছে কি না তা জানাতে নতুন একটি টুল উন্মোচন করতে যাচ্ছে ইউটিউব। ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করার টুলটির নাম দেয়া হয়েছে ‘কপিরাইট ম্যাচ টুল’। যেসব কনটেন্ট ক্রিয়েটরদের এক লাখ সাবস্ক্রাইবার আছে তাদের কাছে টুলটি পৌঁছাতে শুরু করবে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে।
তবে এটি শুধুমাত্র পুরো ভিডিও শনাক্ত করার কাজ করবে। ছোট ক্লিপ এতে শনাক্ত হবে না। কেউ ভিডিও আপলোড করলে আগের আপলোড করা ভিডিও স্ক্যান করে দেখবে ইউটিউব। যদি একই ভিডিও পাওয়া যায় তাহলে ম্যাচ ট্যাবে তা প্রদর্শিত হবে। এরপর কনটেন্ট ক্রিয়েটর ভিডিওটির ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। ডুপ্লিকেট ভিডিওটি আপলোডকারীর সঙ্গে কথা বলে সেটি সরিয়ে ফেলতে বলবে নাকি ইউটিউবকে সেটি রিমুভ করতে বলবে তা কনটেন্ট ক্রিয়েটরের ওপরই নির্ভর করবে। গত প্রায় এক বছর ধরেই টুলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল ইউটিউব। নিজেদের প্লাটফর্মটি নিরাপদ রাখতেই এ টুল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।

SHARE

Leave a Reply