এক দুষ্ট বালক ও নতুন আগন্তুক পথিকের মধ্যে কথোপকথন :
পথিক : এই যে ভাই কোন রাস্তাটা হাসপাতাল গেছে। বালক : হায় হায়! রাস্তার কি অসুখ হইছে যে রাস্তা হাসপাতাল যাইবো।
রেদওয়ান উল্ল্যাহ
দুলারহাট, ভোলা
রিকশাচালক ও পথিকের (বাবা-ছেলে) মধ্যে কথোপকথন-
পথিক : এই রিকশা যাবে?
চালক : কোথায় যাবেন ভাই?
পথিক : এইতো সামনে জিরো পয়েন্টে।
চালক : যাবো ভাই।
পথিক : ভাড়া কত দিতে হবে ?
চালক : ২০ টাকা।
পথিক : ছেলের ভাড়া কত?
চালক : ছেলের ভাড়া দিতে হবে না।
পথিক : তাহলে ছেলেকে নিয়ে যান, আমি হেঁটেই যাচ্ছি।
তসলিম হোসেন
কলেজ রোড, রামগতি, লক্ষ্মীপুর
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : বলতো মাটির নিচে বাস করে এমন ৫টি প্রাণীর নাম?
২য় বন্ধু : এতো খুব সোজা, কেঁচো।
১ম বন্ধু : আর চারটি?
২য় বন্ধু : কেঁচোর বাবা, মা ভাই, বোন।
পথিক সবুজ, বহদ্দারহাট, চট্টগ্রাম
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : ধর, এমন জায়গায় তোর গাড়ির তেল শেষ হয়ে গেল, যেখানে ফিলিং স্টেশন নেই। তখন তুই কী করবি।
২য় বন্ধু : এতো খুব সহজ। মোবাইল থেকে গ্রামীণ সিমটা খুলে গাড়ির চাকায় লাগিয়ে দেব আর বলবো ‘চল বহুদূর’।
মহিউদ্দিন খান অন্তর
বাগেরহাট
একদা এক রাজা বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সঙ্গে তার মন্ত্রী। হঠাৎ রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মন্ত্রী আজকের আবহাওয়া কেমন? মন্ত্রী বললেন, ভালো।
রাজা কিছুদূর এগুলেন। রাজার সামনে দিয়ে যাচ্ছিল এক ধোপা। ধোপা রাজাকে বলল, রাজা মশাই যাচ্ছেন তো ভালো কথা কিন্তু খুব ঝড়বৃষ্টি হবে। রাজা এগুলেন। ঝড় বৃষ্টির কবলেও পড়লেন। তখন রাজা ওই মন্ত্রীকে বাদ দিয়ে ধোপাকে বানালেন মন্ত্রী। একদিন রাজা ধোপাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে ধোপা বৃষ্টি হবে বুঝলো। তখন ধোপা বলল, যখন বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তখন আমার গাধার কান নড়ে। তাই আমি সেদিন বুঝেছিলাম। তখন রাজা ধোপাকে বাদ দিয়ে গাধাকে বানালেন মন্ত্রী। তখন হলো আসল সমস্যা। সারা রাজ্যের গাধা এসে বলতে লাগল আমরাও তো গাধা। আমাদেরকেও মন্ত্রী বানান।
আহমদ রাফি, হাতিবান্ধা, লালমনিরহাট