Home নিয়মিত বলতে পারো বলতে পারো

বলতে পারো

নভেম্বর ২০১৭ মাসের প্রশ্নের সঠিক জবাব
১. মৌলভীবাজার ২. ৬৪০টি ৩. জাপান ৪. ৩ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ৫. উত্তরাধিকার ৬. হাজেরা ৭. হযরত উসমান গনি রা: ৮. আবদুল্লাহ বিন উসমান ৯. জালাল উদ্দিন ১০. বৃহস্পতিকে।

জানুয়ারি ২০১৮ মাসের প্রশ্ন
১. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
২. বর্তমানে মন্ত্রিসভার সদস্য কত জন?
৩. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কী?
৪. কোন দেশের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী নেই?
৫. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
৬. জামিউল কোরআন বা কোরআন সঙ্কলনকারী উপাধি কার?
৭. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
৮. কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না?
৯. এবার বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট কয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
১০. মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে?

নভেম্বর ২০১৭ সংখ্যার সঠিক জবাবদাতা
চাঁপাইনবাবগঞ্জ : সামিহা সিদ্দিকা, সদর, ঐ; জুবায়ের আল হাসান, ঐ; মোজ্জামিল হোসেন, ঐ; মনিরুল ইসলাম, ঐ; মিজানুর রহমান, ঐ; পাভেল, ঐ; মোক্তার হোসেন, ঐ; সুমাইয়া সিদ্দিকা, ঐ; মাহাবুব হোসেন জুবায়ের, ঐ; ফরিদ আহামদ, ঐ; আল-আমিন, ঐ; সিফাত, ঐ; ওয়াহিদ মুরসালিন, ঐ; মুজাহিদুল ইসলাম, ঐ; আব্দুল বারি, ঐ; আলী হাসান মারুফ, ঐ; ফয়সাল আহমেদ, ঐ; সাইদ আল হাসান, ঐ; মোহাম্মদ জাহেদুল ইসলাম, ঐ।
ঢাকা : উনাইসা, জিগাতলা, ঐ।
ভোলা : মেশকাত জাহান, লালমোহন, ঐ; আজমাঈন রশিদ (তালা), ঐ; আবদুল্লাহ আন-নাবীল, ঐ।
নওগাঁ : আরিফা খাতুন, পোরশা, ঐ।
নোয়াখালী : আবদুর রহিম, কবিরহাট।
চাঁদপুর : বারাকা বিনতে সহিদ, দ: গনরাজদী, ঐ।
চট্টগ্রাম : ফরহাদ সাদিক ইমন, লোহাগাড়া, ঐ; আব্দুল্লাহ আল সোবাইল, ঐ; আনোয়ার আজিম, ঐ; আমিনুল ইসলাম কাইছার, ঐ।
ফরিদপুর : মো: রাকিবুল ইসলাম, কোতোয়ালি, ঐ; আল মুহাম্মদ, ঐ; মো: রায়হান সেখ, ঐ; মো: রাকিব সেখ, ঐ।
ময়মনসিংহ : একরাম হাইদার শিহাব, কোতোয়ালি, ঐ; মো: এম আর সিফাত উল্লাহ, ঐ; এহসানুল হক (যুবাইর), ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. এহসানুল হক (যুবাইর)
সদর, ময়মনসিংহ
২. আব্দুল্লাহ আল সোবাইল
লোহাগাড়া, চট্টগ্রাম
৩. সামিহা সিদ্দিকা
সদর, চাঁপাইনবাবগঞ্জ

SHARE

Leave a Reply