Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

হাবলুর সাথে তার এলাকার এক বৃদ্ধ দাদার দেখা-
হাবলু : দাদা, আমি এ+ পেয়েছি।
দাদা : মাশাআল্লাহ, কোন পরীক্ষায়?
হাবলু : রক্ত পরীক্ষায়।
মাহমুদুল হাসান
চাটখিল, নোয়াখালী

দুই বন্ধুর মধ্যে কথোপকথন –
১ম বন্ধু : আচ্ছা দোস্ত, পৃথিবীতে কি এমন কোনো বাঘ আছে, যে বাঘ তার সামনে গরু, ছাগল, হরিণ ইত্যাদি পেয়েও খায় না?
২য় বন্ধু : অবশ্যই আছে।
১ম বন্ধু : সত্যি! কিন্তু সে কি ধরনের বাঘ?
২য় বন্ধু : মরা বাঘ।
মজলুর রহমান
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন-
ক্রেতা : ভাই ডিমের হালি কত?
বিক্রেতা : ১৬ টাকা হালি ভাই।
ক্রেতা : কী বলেন ভাই! ৫ টাকা রাখা যাবে না?
বিক্রেতা : ভাই ৫ টাকায় তো আপনি ডিমের খোসা পাবেন।
ক্রেতা বিক্রেতার হাতে ১১ টাকা দেয়-
বিক্রেতা : এটা কিসের জন্য ভাই?
ক্রেতা : ভাই ৫ টাকার খোসা রেখে আমাকে ডিমগুলো দেন।
খালেদ সাইফুল্লাহ, রামগঞ্জ, লক্ষ্মীপুর

ক্রেতা এবং বিক্রেতার কথোপকথন-
ক্রেতা : ভাই, আপনার দোকান থেকে এক মাস আগে একটি মোবাইল নিয়েছিলাম। সেই মোবাইলের এক বছরের গ্যারাটি দিয়েছিলেন। আর এখন…
বিক্রেতা : আপনার মোবাইলের কী হয়েছে?
ক্রেতা : চুরি হয়ে গেছে!
আমিনুল ইসলাম মুকুল
বাঁশখালী, চট্টগ্রাম

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : আমি এতো গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দিই।
২য় বন্ধু : কি বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে থাকি।
মনোয়ার হোসাইন
বকশীগঞ্জ, জামালপুর

SHARE

Leave a Reply