জাগো আরাকান জাগো
মুয়াজ বিন এনাম
এখনও তোমার নিদ্রা ছুটেনি?
রক্তে যে আমি লাল,
দোষ ছাড়া মার খেয়ে খেয়ে
আর যাবে কতকাল?
শুনতে কি পাও এই আহাজারি?
শক্তি যা আছে করো তাই জারি
মরে গেছি কতো শতবার, তাই
কেঁদে বলে মাগো,
মানবতা আজ বাঁচাতেই হবে,
জাগো আরাকান জাগো!
ফরিয়াদ
তানভীর সিকদার
কঠিন কিছু আমার জন্য
সহজ করে দিয়ো
আঁধার পথে মনন গেলে
আপন করে নিয়ো।
সবুর দিয়ো বিপদ এলে
নিয়ত রেখো এক
ক্ষমায় দেখে গুনাহগুলো
হিসেব রেখো নেক।
ভালোর কাছে থাকার মতো
আলোর ছবি আঁকার মতো
দারাজ করো দিল,
চলার পথে দীনের নূরে
পালাক আজাজিল।
ভালো লাগে
নামিরা সোহা
ভালো লাগে পড়তে
সুখটাকে ধরতে,
ভালো লাগে যেন সদা
ভালো কাজ করতে।
ভালো লাগে ঘুরতে
পাখি হয়ে উড়তে,
সুখটাকে সাথী করে
ভালো লাগে ঘুরতে।
ভালো লাগে খুব করে
দেশটাকে গড়তে,
ভালোবাসি মা-মাটি
তাই পারি লড়তে।
একটি পাখি
আবদুল্লাহ সালমান
একটি পাখি গাছে বসে
গাইছে মধুর গান,
সেই পাখির গানের সুরে
ভরল এই প্রাণ।
সেই পাখিটা মনের সুখে
করে গাছে খেলা,
হঠাৎ ঝড়ে ডুবে গেলো
জীবন নামের ভেলা।
পাখির ছানা
মকবুল হামিদ
দোয়েল কোয়েল ময়না শালিক
আরো ছোট্ট ছানা,
দেখ তুমি দু’চোখ জুড়ে
ধরতে কিন্তু মানা।
পাখির ছানার ওড়াউড়ি
দেখতে লাগে বেশ,
পাখির যতœ নিলে ভাই
হবে যে নিঃশেষ।
কিচির মিচির আওয়াজেতে
ঘুমটা ভাঙে রোজ,
একটু খানি অসুখ হলে
নেয় না কেউ খোঁজ।
কোনো প্রকার ক্ষত চিহ্ন
থাকে যদি গা’তে,
সুস্থ করে দেয়া উচিত
উড়তে পারে যাতে।
ছেলেটি
বদরুল বোরহান
ফুটপাথে ছেলেটির নেই কোন ঘর,
নেই কেউ আপনার সকলেই পর।
তার কাছে একাকার দিবস ও রাত,
দেখতে পায় না যে সোনালি প্রভাত।
সাদাকে সাদা দেখে, কালোকে কালো,
চোখে তার রঙ নেই, মন্দ ও ভালো।
তবু তার পড়ে আছে আগামীর দিন,
দিনে দিনে বাড়ে শুধু জীবনের ঋণ।
তার কাছে নেই কোন জীবনের মানে,
জেনে গেছে, তার দাম নেই কোন খানে।
জীবন ও মরণের মাঝে আছে এক রেখা,
দুই ভাগ করে তাকে, করে দিল একা।
তার পাশে দাঁড়ায় না একজনও মানুষ,
আজ আর মানুষের নেই যেন হুঁশ!
পড়া
মোহাম্মদ আল জোবায়ের
পড় তুমি পড়
যদি হতে চাও বড়
পড় তুমি পড়।
শোভিত বাগের মতো
আগাম স্বপ্ন যতো
ক্ষণে ক্ষণে স্মর,
দীপ্ত স্বপন সব
করতে বাস্তব
পড় তুমি পড়।
মন যদি বলে দেয়
মুক্ত পাখির মতো
আকাশে ওড়ো,
সানন্দে সোজা-সিধে
স্বপ্নটা বুকে বেঁধে
পড় তুমি পড়।
স্বপ্ন স্বরূপ ছলে
বিবেক যদি বলে
দেশ জাতি গড়ো,
জাতির মঙ্গলে
আপন মন খুলে
পড় তুমি পড়।
বিশ্বের পাড়াতে
শির তুলে দাঁড়াতে
সত্যকে ধরো,
করতে বিশ্ব জয়
দূর করে বাধা ভয়
পড় তুমি পড়।
লাল নীল ভাবনা
আবু ইউসুফ সুমন
না বলা সব কথাগুলো
ঘুমিয়ে আজ যাক
লাল নীল ভাবনা হাজার
কল্পনাতে থাক।
রঙিন রঙিন স্বপ্ন দেখে
কে পেয়েছ জয়
জীবন যুদ্ধে লড়াই-ই সব
গড়তে পরিচয়।
আগানো চাই বাধা এলেও
হোক না তা অনিচ্ছের
হাঁটতে গিয়ে পায়ে ব্যথা
অস্বাভাবিক কিসের?
কালকে করবো এটা-সেটা
এমন গল্প রেখে
এখন করা কী প্রয়োজন
ছকটা নেই এঁকে।