হায়রে মগের মুল্লুকে
লাফায় শুধু উল্লুকে
করে চলে মানুষ খুন
সু চির হলো মুখ চুন!
নারী পুরুষ শিশু মারে
শত শত বেশুমারে
কোথায় আর কোথায় আর
সু চির দেশ মিয়ানমারে।
কি অপরাধ তাদের
আরাকানে হচ্ছে মারা যাদের?
ওরা মুসলিম এটাই দোষ
এ কারণে সব আক্রোশ।
রক্তে ভাসে নাফ নদী
টলে না তো সু চির গদি ।
এই বুঝি শান্তি-রানী
মানুষ মেরে মধুর বাণী?
আর কতো অত্যাচার
বন্ধ করো মিয়ানমার।