Home আইটি কর্নার শত বছর ধরে জ্বলছে যে বাল্প -তানভীর তাজওয়ার

শত বছর ধরে জ্বলছে যে বাল্প -তানভীর তাজওয়ার

তোমার আশপাশে একটু তাকাও। যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছো সেগুলোর বয়স কত হতে পারে? কত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে মনে করো? ৪ কিংবা ৫ বছর- এরপর সেকেলে বা ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু জেনে আশ্চর্য হবে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর রাজ্যের ফায়ারহাউজের একটি বাল¡ ১০০ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে!
হ্যাঁ, ঠিকই শুনেছ। অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি। আজও জ্বলজ্বলে এই বাল্পটি ১৯০১ সালে ফায়ারহাউজে লাগানো হয়েছিল এবং তা মাত্র কয়েক বার বন্ধ করা হয়েছিল। ১০০ বছরের বেশি সময় পরও আজও ঠিকঠাকভাবে আলো ছড়াচ্ছে এই বাল্প। এ ধরনের বাল্পর আয়ু সাধারণত ১ হাজার থেকে ২ হাজার ঘণ্টার হয়। এবং বর্তমানে যে ফ্লুরোসেন্ট বাল্প বা এলইডি লাইটের চল হয়েছে তাদেরও আয়ু ২৫ থেকে ৫০ হাজার ঘণ্টা। সুতরাং পুরনো আমলের ফিলামেন্ট লাগানো এই বাল্পএত বছর ধরে জ্বলার ঘটনা বিস্ময়কর। বাল্পটি আরো কত বছরের দীর্ঘায়ুর রেকর্ড গড়বে, সেটা বলা না গেলেও ইতোমধ্যে ১ মিলিয়নের বেশি ঘণ্টার রেকর্ড গড়েছে।
মাস্টারমাইন্ড ইলেকট্রিশিয়ান অ্যাডোলফে এ. চ্যাটেল এই বাল্পটির নকশা করেছিলেন এবং তার প্রতিষ্ঠান শেলবি ইলেকট্রিক এটি নির্মাণ করেছে। বাল্পটির ফিলামেন্টে যদিও টান্সটেন্টের পরিবর্তে কার্বন ব্যবহার করা হয়েছে, যাতে এটি দীর্ঘ সময়ের জন্য নিম্ন তাপমাত্রায় বার্ন করতে সক্ষম হয়, কিন্তু তা শুধু ১ বছরের জন্য কাম্য ছিল।
বাল্পটি মাত্র কিছু সময়ের জন্য কয়েকবার বন্ধ করা হয়েছিলে এক রুম থেকে অন্য রুমে স্থানান্তরের জন্য এবং লোডশেডিংয়ের জন্য। বাল্পটি কী কারণে ১০০ বছরের বেশি দীর্ঘায়ু পেল, তা এক রহস্য। সঠিক কারণ কেউ জানে না। কারণ বিজ্ঞানীদের হাতে এই বিস্ময়কর বাল্পটি তুলে দেওয়া হয়নি পরীক্ষা-নিরীক্ষার জন্য। ফলে, বাল্পটির শতায়ু নিয়ে যেসব ব্যাখ্যা প্রচলিত রয়েছে তার সবই অনুমান সাপেক্ষে। অনেকের মতে, ফিলামেন্টে ব্যবহৃত কার্বনের মান খুব ভালো হওয়ায় বাল্পটি এখনো আলো দিচ্ছে। আবার কারোর মতে, বাল্পর যে কাচের খোল আছে তা খুবই সুগঠিত এবং ভেতরে বাতাস প্রবেশ করতে পারে, যার ফলে বাল্পটি এখনো টিকে আছে।

SHARE

Leave a Reply