Home ছড়া-কবিতা তোমাদের ছড়া-কবিতা

তোমাদের ছড়া-কবিতা

অভাগার চাওয়া
তানভীর সিকদার

তোমার রঙে রঙিন আমি
চাইছি হতে আজ
তোমার নামে হোক না শুরু
আমার সকল কাজ।

ঝর্ণা, পাহাড়, সাগর-নদী
আকাশ, তারা সব
তোমার নামেই অবিরত
গাইছে কলরব।

দৃষ্টি আমার উদাস করে
তোমার দিকে চাই
নীল আকাশে হঠাৎ যদি
তোমার দেখা পাই!

নিত্য দিনই চলার পথে
কতোই করি ভুল
ইচ্ছে করেই অন্ধ পথের
হাজার মাখি ধুল।

ক্ষণিক ধরায় অল্প দিনে
পাহাড় হলো পাপ
পাপের বোঝায় পুণ্য ঢাকা
চাইছি তবু মাপ।

এই অভাগার অন্ধ দিলে
দাও না ঢেলে নূর
যেই নূরেতে আঁধার সরে
পালায় বহুদূর।

ছোট্ট শিশু
মাহমুদ রনি

একটা শিশু ভীষণ পাজি
বুদ্ধিতে খুব পাকা
একটা শিশু শান্ত খুবই
চেহারায় ছাপ আঁকা।

একটা শিশু চুপ থাকে চুপ
একটা ভীষণ চঞ্চল
সুযোগ পেলে দুষ্টুমিতে
দেয় কাঁপিয়ে অঞ্চল।

একটা শিশু খেলনা প্রিয়
হাজার গাড়ির বায়না
একটা শিশু জ্বালায় শুধু
কিছুই খেতে চায় না।

তুশির বিড়ালছানা
মিনহাজ ফয়সল

সাদা লোমের মাঝে মাঝে
কালো রঙের দাগ আছে
ইঁদুর ঘরে আসলে বুঝি
বিড়ালছানার রাগ আছে।

তুশির সাথে ঘুমায় রাতে
লেপের নিচে উম লাগে
হাত বুলিয়ে দিলে গায়ে
বিড়ালছানার ঘুম লাগে।

সময় মতো দিতে হবে
দুধমাখা ভাত বাটিতে
অভিমানে বসে থাকে
খাবার দিলে মাটিতে !

SHARE

Leave a Reply