Home তোমাদের কবিতা তোমাদের ছড়া-কবিতা

তোমাদের ছড়া-কবিতা

পাখির সাথে
মল্লিক মাহমুদ

কই গেলি আজ বন্ধুরা সব
আয়রে সবাই আয়,
দল বেঁধে আজ ছুটে যাবো
পাখিদের জলসায়।
মনের সুখে শুনতে যাবো
কোকিল পাখির গান,
শালিক এবং পাপিয়াদের
শুনতে পাবো তান।
বাবুই পাখির বাসা দেখে
ভরে যাবে মন,
চড়ুই পাখির কিচিরমিচির
শুনবো সারাক্ষণ।
টুনটুনি আর বুলবুলিকে
বলবো অনেক কথা,
ঘুচে যাবে বনের পাখির
সকল রকম ব্যথা।

 

লোডশেডিং
তাহমিদ হাসান

ঘন ঘন লোডশেডিং
জামা ভেজা গরমে
মশা মাছির উৎপাতে
মেজাজটা চরমে।
দম ছাড়ি হাঁস ফাঁস
মনে দ্বিধা-দ্বন্দ্ব
চার্জের অভাবে
মোবাইলটা বন্ধ।
পানি নিয়ে হাহাকার
মরুভূমি চারিদিক
বিদ্যুৎ আসবে কবে
তার কোনো নেই ঠিক।

রঙিন ঘুড়ি
জাবির মাহমুদ

আকাশ নীলে মেঘের ভিড়ে
উড়ছে রঙিন ঘুড়ি,
মেঘ-পাহাড়ের আড়াল থেকে
খেলছে লুকোচুরি।
বাঁশ বাগানের মাথায় ঘুড়ি
দুল দুলুনি দোলে,
নাটাই হাতে দস্যি ছেলে
উল্লাসে সব ভোলে।
বাতাস ফুঁড়ে চায় ঘুড়ি চায়
আপন মনে উড়ি,
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
মেঘের ভেলায় ঘুরি।
রঙিন ঘুড়ির গা-টা রঙিন
মস্ত বিশাল লেজ,
তাতেই ঘুড়ির গর্ব বুঝি
গায়ে এত তেজ!
রঙিন ঘুড়ির সুতোয় যখন
খোকা মারে টান,
শুভ্র মেঘে যায় মিলিয়ে
ইচ্ছে খুশির বান।

কালো প্রজাপতি
আবুল হোসাইন

রং বেরঙের প্রজাপতি
ফুলে ফুলে উড়ছে
একটি কালো প্রজাপতি
কষ্ট নিয়ে ঘুরছে।
সবাই মিলে তাকে নিয়ে
করে অবহেলা
নিজেকে খুব তুচ্ছ ভেবে
কাটে সারা বেলা।

আষাঢ় মাসে
আবুজার গিফারী

আষাঢ় মাসে বাদল নামে
মাদলরূপী বেজে,
তীব্র বেগে দুপুর মাঝে
ঝরনা রানী সেজে।

আষাঢ় মাসে বৃক্ষ শাখে
সুপ্ত পাতা দোলে,
বর্ষাধারা দীপ্তি আনে
মাতৃসদন-কোলে।

আষাঢ় মাসে দিঘীর বুকে
পদ্ম-শালুক হাসে,
রক্তজবা-জুঁই-চামেলি
বর্ষা রাতে ভাসে।

আষাঢ় মাসে পক্ষী নাচে
শুভ্র পালক নেড়ে,
ঘর-বাড়ি সব নেয় কখনো
রুক্ষ ঝড়ে কেড়ে।

আষাঢ় মাসে বেভুল মনে
আশার বাতি জ্বলে,
কী যে মায়ার মোহন ধ্বনি
নদীর কলকলে!

মায়ের আদর
আবদুর রহমান

মা যে আমার জীবন মরণ
মা যে ভালোবাসা,
মা যে আমার প্রতিক্ষণের
বেঁচে থাকার আশা।

মা যে আমার সুখে দুঃখের
নিত্য দিনের সাথী,
মা যে আমার এই দেহেতে
আলো জ্বালার বাতি।

মায়ের কোলে মাথা রেখে
মায়ের আদর কাড়ি,
পরকালে কেমনে আমি
থাকবো মাকে ছাড়ি!

মা
সাজ্জাদ হোসেন

মায়ের নামটি মন কাড়া
হৃদয় মনে দেয় সাড়া,
বারে বারে মায়ের স্মৃতি
মনের মাঝে দেয় তাড়া।
হতচ্ছাড়া সকাল থেকে
কোথায় ছিলি বল,
ভাত রেঁধে বসে আছি
খেতে যাবি চল।
এদিক ওদিক খুঁজে বেড়াই
পাইনারে দেখা,
এত বলি দূরে কোথাও
যাস না রে একা।
ভাত বেড়ে বসে থাকতো
গুটিয়ে দুই হাত,
একা কভু খেত নাতো
খেত ছেলের সাথ।

 

SHARE

Leave a Reply