সুখেও বাংলাদেশ আমার
দুখেও বাংলাদেশ
হারলেও বাংলাদেশ আমার
জিতলেও বাংলাদেশ।
পৃথিবীর কোথাও জিতে গেলে
বাংলাদেশের কেউ
সারা দেশ জুড়ে বইতে থাকে
আনন্দেরই ঢেউ।
কখনো যদি হেরে যায়
আমার কোন ভাই
একা একা হারে না সে
আমরাও হেরে যাই।
পরাজয়ে তাই কোন ভয় নাই
সাহস নিয়ে চলি
আগামীর দিন সম্ভাবনার
সবাই মিলে বলি।