ঈদ আসে
-রেদওয়ানুল হক
ঈদ আসে ধনীদের জন্য
আসে কি
হাসে কি
ছিঁড়া-তেনা পরা এই-
জনিদের জন্য?
জনিরা তো চিরকাল
থাকে পড়ে রাস্তায়
পচা-বাসি গলাভাতে
ভরে পেট নাস্তায়!
জনিদের চাওয়া কি
বেশি আর পাওয়া কি
দিন শেষে চিত হয়ে
যায় ঘুম রাস্তায়!
ঈদ আসে তার তরে
যার বাবা গাড়িঅলা
আলিশান বাড়িঅলা
তার সেই আদরের-
মণিদের জন্য!
ঈদ আসে ধনীদের জন্য॥ঈদ আসে
রেদওয়ানুল হক
ঈদ আসে ধনীদের জন্য
আসে কি
হাসে কি
ছিঁড়া-তেনা পরা এই-
জনিদের জন্য?
জনিরা তো চিরকাল
থাকে পড়ে রাস্তায়
পচা-বাসি গলাভাতে
ভরে পেট নাস্তায়!
জনিদের চাওয়া কি
বেশি আর পাওয়া কি
দিন শেষে চিত হয়ে
যায় ঘুম রাস্তায়!
ঈদ আসে তার তরে
যার বাবা গাড়িঅলা
আলিশান বাড়িঅলা
তার সেই আদরের-
মণিদের জন্য!
ঈদ আসে ধনীদের জন্য॥