Home নিয়মিত অনুশীলন অনুশীলন অনুশীলন

অনুশীলন অনুশীলন

জুন, ২০১৭ মাসের ছড়া
“শরতের আকাশ যেন
দুধ ভরা থালা
কাশফুলের ছড়াছড়ি
হয় না তবু মালা।”

এপ্রিল, ২০১৭ মাসের ছড়া
“ঈদ এসেছে ঈদ এসেছে
একটি বছর ঘুরে
আজকে সবাই হিংসা-বিদ্বেষ
ঠেলে দেব দূরে।”

ঈদের খুশি ছড়িয়ে পড়–ক
সবার ঘরে ঘরে
ঈদের দিনে খুশির বৃষ্টি
ঝর ঝরিয়ে ঝরে।

ঈদের খুশি সবার মাঝে
বিলিয়ে দিতে ভাই
গরিব-দুঃখীর প্রতি সবার
ভালোবাসা চাই।

সবার মুখে ফুটবে হাসি
নামবে ধরায় সুখ
কান্না হবে দূর প্রবাসী
রইবে নাতো দুঃখ।

নাজিয়া তাসনিম সাহাপুর, লক্ষ্মীপুর

আরো যাদের লেখা
ভালো হয়েছে
মোর্শেদ রুমন, ফুলগাজী, ফেনী; মো: মহিবুর রহমান, মুড়িয়াউক, লাখাই, হবিগঞ্জ; মোর্শেদ রুমন, মুন্সীর হাট, ফুলগাজী, ফেনী; ছাদিয়া আরফীন নীলা, বিশ্বনাথ, সিলেট; মো: নাদিম, চট্টগ্রাম; ফকির হুমায়ুন কবির, বানারীপাড়া, বরিশাল; মো: মুমিনূর রহমান (সাকিব), চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়; নিয়ামতুল্লাহ ফারুকী, জয়পুরহাট সদর, জয়পুরহাট; বায়েজীদ বোস্তামী, রাজশাহী; মোল্লা আল আমিন, মোরেলগঞ্জ, বাগেরহাট; মেসবাহ কামাল, ইবনে তাইমিয়া স্কুল, কুমিল্লা; জুবায়ের হোসাইন, পোড়াবাড়ি সাভার; একরামুল কবির, দাউদকান্দি, কুমিল্লা; মো: শরীফ, কাউয়ারটেক, মনপুরা, ভোলা; মিশকাতুল জান্নাত মিশু, লোহাগাড়া, চট্টগ্রাম; আবদুল্লাহ আল নাবীল, লালমোহন, ভোলা; মোহাম্মদ আল জোবায়ের, অম্বরপুর, চান্দিনা, কুমিল্লা।

SHARE

Leave a Reply