Home ছড়া-কবিতা র বনাম ড় রফিক রইচ

র বনাম ড় রফিক রইচ

চর ভাই চড় নয়
চড় হল চাপড়,
চর মানে নদী চরে
খাও ভাজা পাপড়।

ঘোরা ভাই ঘোড়া নয়
ঘোড়া হল অশ্ব,
ঘোরা মানে বেড়ানো
টাকা ব্যয় দশ-শো।

চুরি ভাই চুড়ি নয়
চুড়ি হাত বালা,
চুরি হলে টিভি ফ্রিজ
মন হয় কালা।

ঘুরি ভাই ঘুড়ি নয়
ঘুড়ি হল ঘুড্ডি,
ঘুরি মানে বেড়ানো
নয় ছোলা বুট-টি।

ভূরি ভাই ভুঁড়ি নয়
ভুঁড়ি মোটা পেট,
ভূরি মানে খুব বেশি
নয় কোন গেট।

নীর ভাই নীড় নয়
নীড় হল বাসা,
নীর মানে পানি
পান করে হাঁসা।

জোর ভাই জোড় নয়
জোড় হল জোড়া,
জোর মানে শক্তি যে
নয় মারা ছোরা।

চারা ভাই চাড়া নয়
চাড়া গোঁফে হিট,
চারা মানে ছোট গাছ
খেয়ে মজে কীট।

ধর ভাই ধড় নয়
ধড় হল দেহ,
ধর মানে গুণধর
তাকে চেনে কেহ।

বারি ভাই বাড়ি নয়
বাড়ি হল ঘর,
বারি মানে পানি
নয় নদী চর।

পরা ভাই পড়া নয়
পড়া পাঠ করা,
পরা মানে টাই জুতা
প্যান্ট শার্ট পরা।

এটা হল ‘র’ ‘ড়’ এর
বদলের জের,
অঘটন ঘটে যায়
হলে হেরফের।

SHARE

Leave a Reply