ঈদের খুশির চাঁদ
-স্বপন মোহাম্মদ কামাল
রোজার শেষে ঈদের খবর জানিয়ে দিলো চাঁদ
তাইতো সবার ভাঙছে মনের আনন্দেরই বাঁধ।
চাঁদ যেন নয়-খড়ের গাদায় সুইয়ের খোঁজাখুঁজি
ঈদের দিনে সবাই খাব ফিরনি সেমাই সুজি।
এক ফালি চাঁদ আকাশ জুড়ে দিচ্ছে হাতছানি
মন থেকে আজ দেবই মুছে হিংসা হানাহানি।
কালকে হবে ঈদগাহতে মধুর মিলনমেলা
নতুন জামা কাপড় পরে ঘুরব সারা বেলা।
জোটেনি যার নতুন জামা, খাদ্য কেনার টাকা
যাদের জীবন নিরানন্দ বিষণ্ণতায় ঢাকা-
তাদের পাশে দাঁড়াব আজ মনের দুয়ার খুলে
সবার মুখে ফুটবে হাসি উঠবে খুশি দুলে।
সারা বছর চলবো সবাই ঈদের প্রীতি মেখে
ফেলব ঝেড়ে কলুষতা সবার জীবন থেকে।
নতুন আলো ছড়িয়ে পড়–ক ঈদের খুশির দিনে
ঈদের বাণীর মর্ম নিয়ে পথটা নেব চিনে।
ঈদ মুবারক আসসালাম
-এ কে আজাদ
ঈদের খুশি বাঁধন হারা,
খোঁজ কি নিছি মানবতার
অনাহারে আছে কারা!
আজকে ঈদের পরম সুখে
একটু আহার দেই তুলে দেই
দুঃখী জনের শুকনো মুখে।
ঈদের খুশি ঝর্ণাধারা,
যাক বয়ে যাক বুকের মাঝে
কুলু কুলু নদীর ধারা।
আজকে বুকে ধারণ করি
পাক কালাম
হৃদয় মাঝে রোজার শিক্ষা
ঈদ মুবারক! ঈদ মুবারক
আসসালাম।