Home ছড়া-কবিতা ঈদের কিরণ এই গগনে -জয়নুল আবেদীন আজাদ

ঈদের কিরণ এই গগনে -জয়নুল আবেদীন আজাদ

বনানীতে ফুল-পাখি নেই
খরা ভীষণ মাঠে,
নদীর বুকে ধূ-ধূ বালি
নৌকা বাঁধা ঘাটে।

এমন যদি দেশ হয়ে যায়
শুভ যদি পথ ভুলে যায়
দম্ভ দেখায় নতুন বেশে
বর্গীরা সব এসে?

জন্মভূমির এমন দশায়
জাগতে হবে ভাই,
স্বদেশপ্রেমে দীপ্ত হলে
ভয়ের কারণ নাই।

তাড়াও ওদের লড়াই করে
সাগর পাড়ের দেশে,
ঈদের কিরণ এই গগনে
উঠবে তখন হেসে।

SHARE

Leave a Reply