আব্বাজান
জাকিউল হক জাকী
বাবা আমায় বলে, বাবু
হাতে তোমার কি?
বলি আমি স্বভাবসুলভ
দড়ি, আবার কি!
আবার আমায় বলে বাবা
তোমার হাতে কি?
একটু হেসে বলি আমি
দড়ি ছাড়া কি!
জাকী বাবু বলো দেখি
কি তোমার হাতে?
রেগে গিয়ে বলি আমি
চোখ কান কি সাথে?
শান্ত হেসে ক্লান্ত চোখে
বললো ওরে খোকা
তুমি যখন ছোট্ট ছিলে
ছিলাম আমি বোকা!
কোলে বসে গাছের দিকে
চেয়ে আছো তুমি
বললে বাবা ডালের ওপর
বসে আছে কি?
অবাক চলন বলন তোমার
সে কি হাঁক ডাক
ঐ দেখা যায় গাছের ডালে
বসে আছে কাক।
হইনি অবাক যাইনি রেগে
প্রশ্নে আশিবার
আজকে তুমি রেগে গেলে
উত্তরে তিন বার!
শিশু ছিলে বাবু তুমি
ছিলাম আমি বড়
যুবক তুমি এই বুড়োকে
শিশুই না হয় ধর।
গাল ভেসেছে অশ্রুধারায়
লজ্জা পেয়ে আমি
ক্ষমা করো হে রহমান
বুড়ো শিশুই দামি।
আজকে শিশু কালকে বাবা
বুড়ো হবেন জানি
শিশুর মতন আদর দিয়ে
রাখবো সবাই মানি।