Home শব্দধাঁধা শ ব্দ ধাঁ ধা

শ ব্দ ধাঁ ধা

পাশাপাশি: ১. যার মাধ্যমে আমাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় ৩. যা পরিবর্তন করা হয় ৫. আমাদের জাতীয় বনের নাম ৭. মায়ের বাবা ৮. যে প্রাণী বিলে মাছ ধরে।

উপর-নিচ: ১. দেহ ২. যেখানে বাঘ, ভাল্লুক ও সিংহ বসবাস করে ৪. ৩৬৫ দিন ৫. শুরু, বা ভূমিকা ৬. জাহান্নাম।

মার্চ ’১৭ সংখ্যার
সঠিক জবাবদাতা
চট্টগ্রাম: ইসলামুল হক তুষার, বাঁশখালী; ঐ; মো: নেজমুল ইসলাম, ঐ; ইসনামুল হক তুষার, ঐ; মো: রায়হান উদ্দিন, ঐ; খালেদ সাইফুল্লাহ, ঐ; মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ঐ; আব্দুল্লাহ মো: সায়েম, ঐ; আব্দুল্লাহ আল রাহী, ঐ; এম তারেক মনোয়ার, ঐ; ইফতেহার উদ্দিন যায়েদ, ঐ; আব্দুল করিম, ঐ; রোকন উদ্দিন, ঐ; ওমর ফারুক, লোহাগাড়া, ঐ; মোহেরুন নেছা মাহি, সাতকানিয়া, ঐ; হোসাইন মোহাম্মদ রিয়াজ, ঐ।

অন্যান্য: ঢাকা: শাহিদা আক্তার লিমা, আশুলিয়া, সাভার, ঐ; খাগড়াছড়ি: ওবাইদুল আহাদ, সদর, ঐ; ভোলা: আব্দুল্লাহ আন নাবীল, লালমোহন, ঐ; নোয়াখালী: মতিউর রহমান, সদর, ঐ; কুমিল্লা: মোহাম্মদ আল জোবায়ের, চান্দিনা, ঐ; রংপুর: এইচ এম উবায়দুর রহমান, কোতোয়ালি, ঐ; খুলনা: রিদওয়ানুল হক, সোনাডাঙ্গা, ঐ; মো: মুফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা, ঐ; কুষ্টিয়া: মো: আসাদুজ্জামান, সদর, ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা
১.    ওবাইদুল আহাদ
রূপনগর, সদর খাগড়াছড়ি
২.    রোকন উদ্দিন
শেখেরখিল, বাঁশখালী, চট্টগ্রাম
৩.    রিদওয়ানুল হক
সোনাডাঙ্গা, খুলনা

SHARE

Leave a Reply