Home ছড়া-কবিতা ছড়া-কবিতা

ছড়া-কবিতা

ইচ্ছে আমার
শাহনাজ পারভীন

বৃষ্টি ভরা মেঘ টাপুর টুপুর
আকাশের কোণে ঝুলছে
মায়াময় এক পৃথিবীর মুখ
ধীরে ধীরে খুব খুলছে।

পাখ পাখালির সুর ভরা গান
সুরে সুরে ভেসে আসছে
কাটছে আঁধার ধীরে ধীরে আর
আলোর পৃথিবী হাসছে।

বাংলাদেশ
মুহাম্মদ ইসমাঈল

স্বাধীনতার একচল্লিশ বছর পূর্তিতে
স্বর্ণামনির ঘুম আসে না ফূর্তিতে।
ভাইয়ার ছবি হঠাৎ দেখে দেয়ালে
অশ্রু গড়ায় স্বর্ণামনির দু’গালে।

আম্মু এসে স্বর্ণাকে দেয় সান্ত¡না
ভাইয়ার জন্য মাগো তুমি কেঁদো না।
তোমার ভাইয়া মুক্তিযোদ্ধা বীর ছিল
দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দিল!

তাদের ত্যাগে পেলাম একটা স্বাধীন দেশ
গর্বে ভরা নামটি যার বাংলাদেশ।

আমরা নতুন
মাহমুদ শরীফ

আমরা নতুন আলোর পথিক
সবার চোখের মণি
ছোট্ট হতেই করছি যে পণ
গড়বো জ্ঞানের খনি।

চেয়ে আছে দেশ ও জাতি
সব নতুনের পানে
ছড়িয়ে দেবো নতুন আশা
সত্য ন্যায়ের গানে।

SHARE

Leave a Reply