নতুন বাংলার মুখ
মীম মিজান
কত রক্ত ঝরে গেছে আনতে
একটি সুপ্রভাত
কতই না কষ্টের ছিল
অমাবস্যার রাত!
স্বাধীনতার সূর্যে আজ
দেখি বাংলার মুখ
পরাধীনতার শিকল নেই
নেই কোনো দুখ।
স্বাধীনতার ডাক
শাহাদাত হোসাইন
স্বাধীনতা ডাক দিয়ে যায়
শান্তি সুখে থাকতে
স্বাধীনতা ডাক দিয়ে যায়
দেশকে ভাল বাসতে।
স্বাধীনতা ডাক দিয়ে যায়
সত্য কথা বলতে,
স্বাধীনতা ডাক দিয়ে যায়
সুখী জীবন গড়তে।
স্বাধীনতা ডাক দিয়ে যায়
হিংসা বিভেদ ভুলতে
স্বাধীনতা ডাক দিয়ে যায়
সবার সেবা করতে।
প্রিয় স্বাধীনতা
মুহাম্মাদ আলী মজুমদার
প্রতিরোধে এগিয়ে আসে
দামাল ছেলের দল
শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে
দেখায় সাহস-বল।
মুক্তি নেশায় পাগল হয়ে
অস্ত্র তুলে হাতে
দীর্ঘ ন’মাস লড়াই করে
হানাদারের সাথে।
অবশেষে ছিনিয়ে আনে
প্রিয় স্বাধীনতা
তাইতো এখন বলতে পারি
মনের যত কথা।
খুকু ও কাক
নুরুল হুদা
ডাস্টবিনের পাশে হলো
খুকুমনির বাসা
ডাস্টবিনে শত শত
কাকের যাওয়া আসা।
কা কা রবে ডাকতে থাকে
কত শত কাক
খুকুমনির ঘুম ভেঙে যায়
শুনে কাকের ডাক।