Home কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবী কিশোরদের এগিয়ে আসতে হবে – কবি মোশাররফ হোসেন...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবী কিশোরদের এগিয়ে আসতে হবে – কবি মোশাররফ হোসেন খান

সম্প্রতি নোয়াখালী শহর শাখা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ফোরামের শহর উপদেষ্টা কামরুল ইসলামের পরিচালনায় এবং ভাইস চেয়ারম্যান তাহসান হাবিবের সভাপতিত্বে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি মোশাররফ হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে কবি বলেন, তোমরা আগামী দিনের কর্ণধার। তোমাদেরকে আগামীতে দেশগঠনে এগিয়ে আসতে হবে। দীর্ঘ ১০ বছর সাধনা করার পর তোমরা গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। এটিই তোমাদের জীবনের শেষ পরীক্ষা নয়। এ পরীক্ষায় সফলতা অর্জনের পাশাপাশি তোমাদের আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতিও নিতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হবে তোমাদের সফলতা। তাই কিশোরকণ্ঠ পাঠক ফোরাম তোমাদেরকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা হারুনুর রশিদ, নোয়াখালী শহর শাখার উপদেষ্টা আব্দুল্লাহ আল রাকিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, মিঠু, আরাফাত প্রমুখ। হ

SHARE

Leave a Reply