শহরেই ছিলে
মাতিউর রহমান
কখনো কি তুমি দেখেছ চেয়ে
আমনের মাঠ পানে?
শালিকের ঝাঁক খেলা করে যায়
পাকা ওই ধানে ধানে!
আউশের মাঠ কাউনের মাঠ
সবুজের লীলা ভূমি,
এত সুন্দর মায়াময় ছবি
আগে কি দেখেছ তুমি?
দেখনি দেখনি বন্ধু প্রিয়
শহরে আছো তাই
শহরেই ছিলে রাজপ্রাসাদে
এলে নাতো গাঁয়!
ক্রিকেটার
আমানুল্লাহ আমান
এক হাতে স্বপ্ন তার
এক হাতে বল,
বুকে অসীম সাহস
দৃঢ় মনোবল।
ফাস্ট বোলার তিনি
স্পিড হাই
আর কেউ নয় সে
মাশরাফি ভাই।
ইচ্ছে করে
আলমগীর হোসাইন
আমার কেবল ইচ্ছে করে
নীল আকাশে উড়তে,
পাখির মতো ডানা মেলে
জগৎ জুড়ে ঘুরতে।
নীল আকাশে পাখি যখন
মধুর সুরে ডাকে,
আমার তখন ওড়ার ইচ্ছা
মনের ভেতর জাগে।
নতুন বইয়ের ঘ্রাণ
এম এস মুরছালিন
নতুন বইয়ে খোকা-খুকির
খুশি ভরা আঁখি,
পেখম মেলে নাচে তা ধীন
উড়ছে যেন পাখি।
খেলাধুলা সবই ছেড়ে
রোজ বিকালে মাঠে,
আড্ডা জমে নতুন বইয়ের
দাদু ভায়ের সাথে।