Home তোমাদের কবিতা তোমাদের ছড়া-কবিতা

তোমাদের ছড়া-কবিতা

শীতের আগমন
-মোহাম্মদ কামরুল ইসলাম

শীতের বার্তা নিয়ে এলো
পৌষ-মাঘের মাস
ভোর সকালে শিশির পড়ে
হাসে দূর্বাঘাস।

বাজার হাটে ভিড় জমেছে
কিনছে সবাই জামা
হাড় কাঁপানো শীত এসেছে
যায় না পথে নামা।

শীতের দিনে পাশে দাঁড়াও
দুস্থ গরিব মাঝে
গরম কাপড় বিলিয়ে দাও
লাগো তাদের কাজে।

শীত
-রুহুল আমিন খান

শীতের আগমনে
খুশি সবে মনে মনে।
কম্বল মুড়িয়ে দেবে
কত আরামের ঘুম
সাথে আছে খেজুরের রস
আর পিঠাপুলির ধুম।
এসো ভাই বাড়িয়ে দেই
সাহায্যের হাত
কনকনে শীতে পথে যাদের
কাটে দিনরাত।

শীতের আগমন
-নিজাম উদ্দীন

শীত এলো আমার গাঁয়ে
কুয়াশার চাদর নিয়ে
খুব যতনে রাখি তারে
গরম কাপড় দিয়ে।

শীতের দিনে সূর্যি মামার
কিরণ লাগে মিষ্টি
শীতের পিঠার ঘ্রাণের দিকে
এখন সবার দৃষ্টি।

স্বপ্নপুরী
-আব্দুল হাকিম

সবুজ ঘেরা তুলির আঁকা আমার সোনার গাঁয়ে
শীতল পরশ পাবে তুমি হাঁটলে খালি পায়ে।
আমার গাঁয়ে পেখম মেলা প্রজাপতি রাঙা
খুব সকালে পাখির ডাকে সবার ঘুম ভাঙা।
ছুটে চলে দূর বহুদূর নদীর পরে নদী
জোয়ার এসে দেয় ভাসিয়ে একটু রাগে যদি!
ঢেউয়ের দোলায় মন দুলে যায় ভাটিয়ালি গানে
এ গাঁও আমার মন ভরে দেয় সুখ ঢেলে দেয় প্রাণে।
মিষ্টি সুরে গান শুনাতে নেই তো পাখির জুড়ি
এ গাঁও যেন ভুবন মাঝে আমার স্বপ্নপুরী!

SHARE

Leave a Reply