মা- কে
-রফিকুল ইসলাম
মা তোমাকে মনে পড়ে
আছি অনেক দূর
তুমি আমার সেই পৃথিবী
স্বপ্ন দেখার সুর।
তোমার কোমল হাতের ছোঁয়া
কেমন করে ভুলি
ওমা আমি একলা এখন
তুমি স্বপ্নের তুলি।
ওমা তুমি ভালো থেকো
আসবো কয়দিন পর
আবার তুমি মনে মনে
পেয়ো নাকো ডর!
মনটা যখন
-আব্দুল বিন হাসেম
মনটা যখন খারাপ লাগে
দিলটা যখন কাঁদে
প্রভুর প্রেমে কাঁদি তখন
করুণ আর্তনাদে।
বক্ষে যখন দুঃখ লাগে
মুখ্য যখন কাঁদা
মহান রবের সুখ পরশে
দিল হয়ে যায় সাদা।
সৃষ্টি তোমার
-ফারিহা সুলতানা
সৃষ্টি তোমার আকাশ বাতাস
বন অরণ্য গাছ
সৃষ্টি তোমার পানির নিচে
হরেক রকম মাছ।
আকাশ মাটির সব জীবেরা
তোমার জিকির করে
শ্রেষ্ঠ জীব মানুষেরাও
তোমায় স্মরণ করে।
ভাই হয়ে যাও
-মুহাম্মদ আলী মজুমদার
আনা মিয়া নানা মিয়া
দুই প্রতিবেশী
বেঁচে আছে বুকে নিয়ে
দ্বেষ রেষারেষি।
ছাতা নিয়ে, পাতা নিয়ে
রোজ মারামারি
হিংসার শিকার হয়
শিশু আর নারী।
সুখ বাতি জ্বলে যদি
আনামির ঘরে
নানা মিয়া দেখে খুব
হিংসায় মরে।
ঝগড়ায় সুখ নাই
সুখ যদি চাও
শত্রুতা ভুলে সবে
ভাই হয়ে যাও।