কৃষিতে ভালোবাসা
পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম
শিশির ভেজা মাঠের ওপর
সিক্ত সবুজ ঘাস
হাড় কাঁপানো শীতের মাঝে
মিষ্টি পৌষ মাস।
ছোট্ট ধানের শীষের ডগায়
আলো ঠিকরে পড়ে
আলো সেটা নয়ত যেন
মণি মুক্ত ঝরে!
দৃশ্যটা যে লোভনীয়
বিশেষ করে অতি-
যারা কৃষক, ফসল ফলায়
বানিয়ে চোখের জ্যোতি।
শীতের মাঝে মাঠের টানে
জড়িয়ে চাদর গায়ে
ফসল দেখতে মাঠে যান
স্বপ্ন মাখা পায়ে।
মায়া মমতা ভালোবাসায়
আপন করেছে মাঠ
তাইতো তাদের হাতের ছোঁয়ায়
ফলছে ফসল-পাট।