ছড়া-কবিতামুহাম্মদ (সা) নাম
ইসমাঈল হোসেন দিনাজী
মুহাম্মদ নাম নয়নতারা
এ নামেতে পাগলপারা
দুনিয়া-জাহান,
এ নামেরই খোশবু ছোটে
এ নাম শুনে পুষ্প ফোটে
মুগ্ধ গুলবাগান।
মুহাম্মদ এই নামের পরশ
ধূলির ধরা করলো সরস
বুলবুলি গায় গান,
হেরাগুহার গভীর থেকে
ছড়ায় আলো চতুর্দিকে
ছোটে নূরের বান।
মরুর ধুলো হলো সোনা
সবখানেতে চাঁদের কণা
জাগে সকল প্রাণ,
মুহাম্মদ এই নামের সুধা
দেয় মিটিয়ে জগৎক্ষুধা
কালেমা মহান।
মুহাম্মদ নামেরই আলো
দেয় ঘুচিয়ে জগৎ কালো
জাগে সাত আসমান,
এ নবীনাম জপলো ধরা
উঠলো জেগে ঘুমের পাড়া
নিশির অবসান।