আগের মতন যায় না শুনা পাখির ডাকাডাকি
কারণ- মানুষ করছে শিকার ভোর-বিহানের পাখি।
আগের মতন যায় না দেখা রঙিন গরুর গাড়ি
কিংবা গাঁয়ের মাটির দেয়াল ছোট্ট চাষার বাড়ি।
আগের মতন নেই কোলাহল দস্যি ছেলের গাঁয়ে
হালিম মাঝি পাল তোলে না সুরমা নদীর নায়ে।
আগের মতন লাঙল নিয়ে আর ছোটে না চাষা
গাছ-গাছালি যাচ্ছে কমে সঙ্গে বকের বাসা।
আগের মতন নেই বড় মাছ গাঁয়ের নদী, খালে!
মাছের পোনা পড়ছে ধরা চিকন সুতার জালে।
আগের মতন পাই না মজা মামার বাড়ি আমে
পাই না এখন চিঠির দেখা হলুদ রঙের খামে।