Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা

কিশোর জিজ্ঞাসা

প্রশ্ন : কত সালে আবার কোথায় অলিম্পিক গেমস খেলা হবে?
উত্তর : রিও ডি জেনিরো, ব্রাজিল  ২০১৬।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর : রাঙ্গামাটি আয়তনে।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কেন কারাবরণ করেছিলেন?
উত্তর : ধূমকেতু পত্রিকার জন্য।
প্রশ্ন : কলকাতার আয়তন কত?
উত্তর : ১৭৫০ বর্গকিলোমিটার।
প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার পর কে সর্বপ্রথম পতাকা উত্তোলন করেন?
উত্তর : আ স ম আব্দুর রব,  ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়।
প্রশ্ন : সুইডেনের রাজধানীর নাম কী?
উত্তর : স্টকহোম।
জাবেদ ইকবাল
কমলনগর, লক্ষ্মীপুর

প্রশ্ন : কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?
উত্তর : নরওয়ে।
প্রশ্ন : দেশের একমাত্র জৈব সারকারখানা কোথায় অবস্থিত?
উত্তর : দর্শনা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কত সালে?
উত্তর : ১৯৯৬ সালে ৬ জুন।
প্রশ্ন : প্রাকৃতিক লাঙল বলা হয় কোন প্রাণীকে?
উত্তর : কেঁচো।
প্রশ্ন : কোন গাছকে ‘রানী গাছ’ বলা হয়?
উত্তর : খেজুর গাছ।
আহসানুল হক সুমন
আমতৈল, জুড়ী, মৌলভীবাজার

প্রশ্ন : এলিসি  প্রাসাদ কোন দেশে অবস্থিত?
উত্তর : ফ্রান্সে।
প্রশ্ন : কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত?
উত্তর : বেলজিয়াম।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় ও অনুচ্ছেদ রয়েছে?
উত্তর : অধ্যায়/ ভাগ-১১টি, অনুচ্ছেদ  ১৫৩।
প্রশ্ন : বাংলাভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : ১৮১৮ সালে মাসিক পত্রিকা ‘দিগদর্শন’।
মো: আরিফ বিল্লাহ
শ্রীবরদী, শেরপুর

প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে খর¯্রােতা নদী কোনটি?
উত্তর : কর্ণফুলী।
প্রশ্ন : দেশে প্রথম গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র কোনটি?
উত্তর : হরিপুর, সিলেট।
প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম রেলগাড়ি চালু হয় কত সালে?
উত্তর : ১৮৫৩ সালে।
প্রশ্ন : কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?
উত্তর : জাপান।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ব্রিটেন।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের প্রথম মহিলা শহীদ কে?
উত্তর : মেহেরুন্নেসা।
প্রশ্ন : বাগদাদ নগরী ধ্বংসকারী হিসেবে কুখ্যাত মোগল নেতা কে?
উত্তর : হালাকু খা।
প্রশ্ন : গেকো কোন দেশের সাহিত্য সংস্কৃতি?
উত্তর : ফ্রান্স।
প্রশ্ন : সম্রাট হুমায়ুনের মাজার কোথায় অবস্থিত?
উত্তর : সিকান্দ্রা (দিল্লি)
প্রশ্ন : গ্র্যান্ড ট্যাংক রোডের নির্মাতা কে?
উত্তর : শেরশাহ।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম নির্বাচন কমিশন গঠিত হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে।
মো: আশরাফুল ইসলাম
জুড়ী, মৌলভীবাজার

SHARE

Leave a Reply