Home নিয়মিত আমাদের কথা আ মা দে র ক থা

আ মা দে র ক থা

প্রাণপ্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
আমাদের চার পাশে বহু অসহায় শিশু বন্ধু আছে। আমরা তাদের কতটুকু খোঁজখবর নিতে পারি? যে বয়সে অবস্থাসম্পন্ন পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যায়, বিকেলে খেলতে যায়, রাতে পড়তে বসে, ভালো ভালো খাবার খায়, ঠিক সেই বয়সের অনেক শিশু আমাদের চার পাশের বাসাবাড়ি, ছোট ছোট হোটেল, চায়ের দোকান, গ্যারেজসহ বিভিন্ন কল কারখানায় দিন-রাত পরিশ্রম করে! কী অমানবিক বিষয়! তাদের সাথে করা হয় দুর্ব্যবহার। কখনো বা শারীরিক নির্যাতন চালানো হয়। এমনকি হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটে।
এসব নির্মম দৃশ্য চোখে দেখা যায় না। পত্রপত্রিকা কিংবা মিডিয়ায় শিশু নির্যাতনের যে বীভৎস এবং ভয়ঙ্কর ছবিও খবর আসে, সেগুলো পড়লে কিংবা দেখলে শরীর ভয়ে শিউরে ওঠে। প্রাণটা কেঁদে ওঠে। আমাদের সমাজের এই ভয়ঙ্কর চিত্র আমরা আর দেখতে চাই না। যে করেই হোক বন্ধ করতে হবে সকল প্রকার শিশু নির্যাতন। তাদের সুন্দর ও স্বাভাবিক জীবন-যাপনের ব্যবস্থা করতে হবে। তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তারা যোগ্য নাগরিক হয়ে যেন দেশের কল্যাণে অবদান রাখতে পারে সে ব্যাপারে বাস্তব ভূমিকা রাখতে হবে। তারা যেন কোনোক্রমেই নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, লাঞ্ছিত ও বঞ্চিত না হয় সে ব্যাপারে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রসহ আমাদের সকলকেই সক্রিয় প্রচেষ্টা রাখতে হবে। কারণ তারাও মানুষ এবং আমাদের ভাই। তাদেরকে যেন কোনোভাবেই অবহেলা না করি। রাসূল (সা) শিশুদেরকে খুবই ভালোবাসতেন। আদর করতেন। রাসূলের (সা) সেই সুন্নত যেন আমরা প্রতিনিয়ত পালন করতে পারি।
মহান রব আমাদের কবুল করুন।
আজ এই পর্যন্তই!

SHARE

Leave a Reply