Home ছড়া-কবিতা শ্রমের মূল্য

শ্রমের মূল্য

মিজানুর রহমান মিথুন #

সভ্যতাকে গড়ছে যারা শ্রমের দামে
ধুলো মাখা পথ মুছে দেয় গায়ের ঘামে
বিশ্বকে আজ সাজায় যারা দিনে-রাতে
পায় না তারা শ্রমের দাম আপন হাতে
চলছে শোষণ সুকৌশলে ঠকছে শ্রমিক
দেশে দেশে এই ছবিটাই বাড়ছে ক্রমিক
দাও দিয়ে দাও শ্রমের দাম হিসেব কষে
নইলে শ্রমিক উঠবে ফুঁসে ভীষণ রোষে
আবার যেনো আন্দোলনে না হয় যেতে
মালিক যারা নাও না শপথ পয়লা মে’তে

SHARE

Leave a Reply