মাহিন মুবাশশির #
দেশটি আমার জান্নাতি গুল
গুলবাগিচার ফুল
দেশটি আমার সোনার গহনা
খুকুর কানের দুল
দেশটি আমার কাব্য গজল
জারি সারি গান
দেশটি আমার বহতা নদী
নদীর কলতান।
দেশটি আমার আজানের সুর
সুরের আলোর তান
দেশটি আমার রূপের সেরা
আল্লাহ তায়ালার দান।