‘মুখোমুখি’তে এই সংখ্যায় তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংবাদ পাঠক, অধ্যাপক, সুরকার ও মেলোডিয়াস কণ্ঠের জনপ্রিয় শিল্পী সাইফুল্লাহ মানছুর
প্রশ্ন : আপনার গ্রামের বাড়ি কোথায়? অধ্যাপনা কোন প্রতিষ্ঠানে করেন? আমি গান গাই, গলা সুন্দর ও পরিষ্কার হওয়ার জন্য কী করতে হবে?
ইসলামুল হক তুষার
জলদী, বাঁশখালী, চট্টগ্রাম
সাইফুল্লাহ মানছুর : আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। জন্ম ঝালকাঠিতে। ঢাকার আবু জর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজে ৮ বছর অধ্যাপনা করেছি। ভাই তুষার, গলা সুন্দর ও পরিষ্কার রাখার সর্বোত্তম উপায় হলো নিয়মিত চর্চা করা। একজন শিল্পীর জন্য প্রতিদিন দুই-তিন ঘণ্টা চর্চা করা উচিত। আর যেসব কারণে কণ্ঠের ক্ষতি হতে পারে, যেমন অতিরিক্ত ঠান্ডা পানি বা আইসক্রিম তা এড়িয়ে চলা ভালো। আর যখনই গান গাওয়ার সুযোগ পাওয়া যাবে তখন গলা খুলে গান গাইতে হবে।
প্রশ্ন : আপনার জীবনের কোনো স্মরণীয় ঘটনা জানতে পারি কি?
ইশতিয়াক আহমদ শামীম
ত্রিশাল, ময়মনসিংহ
সাইফুল্লাহ মানছুর : ১৯৭৭ সালের কথা। আমি ক্লাস সিক্সে পড়ি। ডা: জলিল ভাই তখন বরিশাল মেডিক্যাল কলেজের ছাত্র। ছোট সময় থেকে ইসলামী গানের প্রতি একটা ঝোঁক ছিল। তিনি আমাকে আপন করে নেয়ার জন্য বললেন, চলো তোমাকে একটা গান শিখাই। আমি ঠিকই বুঝলাম, তার গানের গলা নেই। কিন্তু একজনের প্রিয় বিষয়কে গুরুত্ব দিয়ে আপন করে নেয়ার যে অসাধারণ গুণ তার মাঝে দেখেছি অনেক সময়ই তা আমরা পারি না। তিনি আমার হাতে তুলে দিলেন কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা ‘সুর শিহরণ’ বইটি। আর তারই ধারাবাহিকতায় আজ ইসলামী গানের জগতে অল্প কিছু খেদমতের সুযোগ পেয়েছি। এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ ডা: জলিল ভাইকে সুস্থ রাখুন।
প্রশ্ন : বর্তমান সংস্কৃতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়?
মো: নওশেদ আলী
ভেলকুপাড়া, সাতমেড়া, পঞ্চগড়
সাইফুল্লাহ মানছুর : দুনিয়াটা এখন গ্লোবাল ভিলেজ, ছোট একটা গ্রামের মতো। হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়। মনে রাখতে হবে, আমরা তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক সময়ের বাসিন্দা। ভালো-খারাপ হাতের মুঠোয়। দুটো দিকই এখন প্রকটভাবে দৃশ্যমান। মানুষ প্রাকৃতিক জীব। আর যিনি তাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জীবনবিধান হচ্ছে ইসলাম। ইসলাম অনুসরণে মানুষের মনে প্রশান্তি আসে। আর তা থেকে যার যতটুকু বিচ্যুতি তার ততটুকু অশান্তি। আমি অত্যন্ত আশাবাদী। বাহ্যিক অস্থিরতা আর অপসংস্কৃতির বিস্তারের বিপরীতে মানুষ দ্রুত মূলে তথা ইসলামে ফিরে আসবে। এবং আসছেও। সুস্থ সংস্কৃতিচর্চায় মানুষ ফিরে পাবে প্রশান্ত জীবন।
প্রশ্ন : একজন সাইফুল্লাহ মানছুর বা কবি মতিউর রহমান মল্লিক হতে চাইলে কী করতে হবে? আমরা কি আর কোনো মতিউর রহমান মল্লিক পাবো না?
মো: সাইদুর রহমান (বিপ্লব)
কালিয়াকৈর, গাজীপুর
সাইফুল্লাহ মানছুর : যুগের প্রয়োজনে মহান আল্লাহ একেক জনকে দিয়ে এক একটা মহৎ কাজ করিয়ে নেন। কবি কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, ফররুখ আহমদের পর ইসলামী গানের জগতের ধারাবাহিকতা যোগ্যতার সাথে পালন করেছেন কবি মতিউর রহমান মল্লিক। তার যে বাড়তি যোগ্যতা ছিল তা হলো অসাধারণ সাংগঠনিক দক্ষতা। তিনি জানতেন কাকে দিয়ে কোন কাজটা হবে। ছিলো অসাধারণ এক আবেগ। আমার বিশ্বাস শত বছর পরেও বেঁচে থাকবেন কবি মতিউর রহমান মল্লিক, মল্লিকের গান। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।
প্রশ্ন : ‘হিজল বনে পালিয়ে গেছে পাখি’ গানের মূলভাব কী?
কাজী কামরুল হাসান শিশির
সদর, ঝিনাইদহ
সাইফুল্লাহ মানছুর : আমাদের জীবন, সময় যে ক্ষণিকের তাই হলো এই গানের মূল বিষয়। আমার জীবনে সবচেয়ে দ্রুতসময়ে সম্ভবত এই গানটির সুর দিয়েছিলাম। আর গানটি গেয়েও তৃপ্তি পেয়েছিলাম। কবি গোলাম মোহাম্মদের লেখা অন্যতম সফল গান এটি। তিনি আজ আমাদের মাঝে নেই। তার রূহের মাগফিরাত কামনা করছি।
প্রশ্ন : শিল্পী হওয়ার ক্ষেত্রে কার প্রেরণায় এত দূর এলেন?
আবদুল্লাহ আল মামুন
দালাল বাজার এন কে উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর
সাইফুল্লাহ মানছুর : আমার আম্মা। অসাধারণ এক বিদুষী মহিলা। আম্মার কণ্ঠ খুবই সুন্দর। ছোটবেলায় আম্মাই আমাকে ইসলামী গান শিখাতেন। পরবর্তীতে ইসলামী গানের জগতে বিচরণে তার সহযোগিতা ছিলো সবার আগে। আমার আম্মার জন্য দোয়া করো। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।
প্রশ্ন : ‘আল্লাহ আমার রব, এই রবই আমার সব’- এই গানটি গাওয়ার সময় আপনার অনুভূতি কী রকম হয়?
সালাহউদ্দিন আহমেদ
বারফা বারবাজার, ঝিনাইদহ
সাইফুল্লাহ মানছুর : গীতিকার, সুরকার, শিল্পী তফাজ্জল হোসেন খানের লেখা অসাধারণ একটি গান। আমার মনে হয়েছে এই গানটির মতো হাতেগোনা আর দু-একটি গান সর্বমহলে গ্রহণীয় হয়েছে। মাত্র দু’টি লাইনের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক প্রকাশ আর কোন গানে এতো গভীরভাবে হয়েছে বলে মনে হয় না। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে তার বড় আত্মত্যাগ আছে। আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে গুণী ও প্রিয় মানুষটিকে শামিল করুন। আমিন।
প্রশ্ন : আপনার জীবনের প্রথম নিজের লেখা ও সুরে গাওয়া গান কোনটি?
রাশেদ সাইমুম
সাইফুল্লাহ মানছুর : আমি খুব বেশি গান লিখিনি বা সুরও দেইনি। ঠিক মনে নেই কোনটি প্রথম। তবে ‘আমারই মা, মা জননী, আমারই সুখের ঠিকানা’ গানটি প্রথম দিকের গান বলে মনে হয়।
প্রশ্ন : একজন ভালো শিল্পী হতে হলে কী করা প্রয়োজন?
মহিউদ্দীন খান
হানাইলবম্বু, জয়পুরহাট
সাইফুল্লাহ মানছুর : আল্লাহর দুনিয়ায় অনেকভাবেই কাজ করা যায়। সবাইকে যে শিল্পী হতে হবে তা কিন্তু না। প্রথমেই বুঝতে হবে যে কণ্ঠটি আল্লাহ আমাকে দিয়েছেন তা গান গাওয়ার জন্য উপযুক্ত কিনা। এ ক্ষেত্রে নিকটজনরাও সহযোগিতা করতে পারবেন। কণ্ঠ ভালো হলে তা আল্লাহর নেয়ামত মনে করে নিয়মিত চর্চা ও সাধনা করতে হবে। সময় দিতে হবে। তাহলে ভালো শিল্পী হতে কোনো বাধা থাকবে না।
প্রশ্ন : ইসলামী সংস্কৃতি প্রসারে আমাদের আরো কী করা উচিত বলে আপনি মনে করেন?
ইয়াহইয়া হোসেন
সাইফুল্লাহ মানছুর : আমাদের আরো বেশি বেশি চেষ্টা সাধনা করতে হবে। যদি একবার মনে উঁকি দেয় যে সুস্থ সংস্কৃতি প্রসারে আমি অবদান রাখতে পারবো তাহলে তাকে নিজের দায়িত্ব মনে করে এগিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তির উন্নতির সাথে সাথে নিজেকেও আপগ্রেড করতে হবে। যার পক্ষে সম্ভব ব্যাপক পৃষ্ঠপোষকতা করতে হবে এ ক্ষেত্রে। তাহলে তা আরো বিকশিত হবে।
প্রশ্ন : আপনার বর্তমান পেশা কী? আপনার সন্তান কয়জন, তারা কিসে পড়েন? আপনার স্ত্রীর পেশা কী?
আবু হাসনাত ইমরোজ
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর
সাইফুল্লাহ মানছুর : বর্তমানে ব্যবসাকে আমি আমার পেশা হিসেবে নিয়েছি। আমার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে বড়, ইঞ্জিনিয়ারিংয়ে অনার্সে পড়ছে। আর এক মেয়ে ক্লাস এইটে, অন্যজন সিক্সে। আর স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমার কিছু দেশাত্মবোধক ও ইসলামী সঙ্গীত লেখা আছে। এ ব্যাপারে আপনার পরামর্শ চাই।
মাহমুদুল হাসান খোকন
পাইকের ছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
সাইফুল্লাহ মানছুর : আপনার লেখাগুলো ভালো গীতিকারকে দেখান। আপনি নিজেই চেষ্টা করুন সুর দেয়ার জন্য। প্রয়োজনে যারা ভালো সুর করছে তাদেরও সহযোগিতা নিতে হবে। তবে মনে রাখতে হবে প্রতিটি গানের শব্দ চয়ন, ছন্দ, মাত্রা সব যেনো ঠিক থাকে। তাহলে গানটি সহজেই জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা থাকে।
প্রশ্ন : পড়ালেখার পাশাপাশি আর কী কী প্রয়োজন?
আতিক বিন হাবিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সাইফুল্লাহ মানছুর : মনে রাখা দরকার জীবনটা অনেক ছোট। তাই নিজেকেই বের করতে হবে পড়ালেখার পাশাপাশি আমি কী কাজ করে মানবতার সেবা করতে পারি। যে কাজ আমার অবর্তমানে মানুষকে আলোকিত করবে। আর সে জন্য প্রয়োজন সময়টা নষ্ট না করে কাজে লাগানো, মহৎ জীবনগুলো পাঠ করো, দেখো তাঁরা কিভাবে জীবন পরিচালনা করতেন।
প্রশ্ন : আমাদের সমাজে আজ সর্বত্র অপসংস্কৃতির করাল থাবা। এই অপসংস্কৃতির হাত থেকে দেশকে বাঁচাতে আমাদের আজকের যুবসমাজ কী ভূমিকা নিতে পারে?
এস এম শাহীন
ফুলবাড়ী, নহাটা, মহম্মদপুর, মাগুরা
সাইফুল্লাহ মানছুর : একটা ছোট পরিবার থেকে সমাজ, তা থেকে হয় রাষ্ট্র। প্রথমেই আমাদের নিজেদেরকে দায়িত্ববান হতে হবে। আমাদের পরিবারগুলোকে সুস্থ সাংস্কৃতিকভাবে গড়ে তুলতে হবে। বস্তুবাদী, ভোগবাদী চিন্তার কুফল বোঝাতে হবে আমাদের কাছের জনকে। এভাবে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করলে সামগ্রিকভাবে তার ইতিবাচক প্রভাব পড়বে। আর যে সংস্কৃতিচর্চা আমাদের ইতিহাস ঐতিহ্যের পরিপন্থী তার প্রতিবাদ করতে হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সুস্থ সুন্দর ভাবনার প্রসার ঘটাতে হবে। এ ক্ষেত্রে যুবকদের কাজ বেশি। কারণ ভালো ও মন্দ কাজের প্রসার বেশি ঘটে তাদের মাধ্যমেই।
প্রশ্ন : সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
তুষার
হাটশ হরিপুর, কুষ্টিয়া
সাইফুল্লাহ মানছুর : আরো কিছু ভালো গান করা। আমাদের সকল গানই জীবনের কথা বলে, জীবন গঠনের কথা বলে, আর তাই এই গানগুলো উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেয়া।
প্রশ্ন: আপনার জীবনের কিছু অভিজ্ঞতার কথা জানতে চাই।
তাসনিয়া খানম
ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ, পাবনা
সাইফুল্লাহ মানছুর : এই ছোট্ট পরিসরে অভিজ্ঞতা খুব বেশি শেয়ার করার অবকাশ নেই। তবে যত সময় যাচ্ছে, বয়স বাড়ছে ততই মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গানগুলোকে হয়তো কবুল করেছেন।
প্রশ্ন : আপনি কি সফল মানুষ? সফলতার জন্য কী প্রয়োজন সবচেয়ে বেশি?
রিমা
কারমাইকেল কলেজ, রংপুর
সাইফুল্লাহ মানছুর : মল্লিক ভাইয়ের একটি গানের দুটো লাইন এমন ‘পৃথিবীর এইটুকু হয় পরাজয়, সফলতা ব্যর্থতা শেষ কথা নয়।’ কাকে আমরা সফল বলবো। আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে শামিল করলে তখনই একজন কেবল সফল হতে পারে। আর সে জন্য প্রয়োজন তার পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি দুনিয়ায় তিনি আমাকে অনেক দিয়েছেন। তিনি আমাকে প্রশান্ত মন নিয়ে চলার তাওফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
প্রশ্ন : বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ ইসলামিক চ্যানেল করা কি আদৌ সম্ভব?
রাতুল
বানেশ্বর, রাজশাহী
সাইফুল্লাহ মানছুর : অবশ্যই সম্ভব। পিস টিভি বাংলা তো চলছেই। আরো চ্যানেল চলা সম্ভব।
প্রশ্ন : আপনার সফলতার পেছনে অনুপ্রেরণা কে এবং কেন?
হাসানুজ্জামান
রাজশাহী
সাইফুল্লাহ মানছুর : আমি ঠিক সফলতা বলতে চাচ্ছি না। আমার কাজের অনুপ্রেরণা আমার আম্মা। আমার আব্বা যিনি হাতে ধরে ধরে সব অনুষ্ঠানে নিয়ে যেতেন এবং শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতেন। অবশ্যই মতিউর রহমান মল্লিক ভাই আর যাত্রা শুরুর সময় ডা: জলিল ভাই- তাদের কথা বলতে দ্বিধা নেই।
প্রশ্ন : একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা কতটুকু?
রফিক
ঢাকা বিশ্ববিদ্যালয়
সাইফুল্লাহ মানছুর : একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা অনেক। সে তার কাজ দিয়ে একটা জাতিকে উজ্জীবিত করতে পারে। পাশাপাশি তাকে যেহেতু অনেক মানুষ অনুসরণ করে তাই তার জীবনী হওয়া চাই পরিচ্ছন্ন ও আদর্শ। তাহলে সামাজিক দায়বদ্ধতার জায়গাটা সহজেই পূরণ হয়ে যাবে।
প্রশ্ন : জাতীয় ভিত্তিক সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আপনার চিন্তা কী?
মাসুম
বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সাইফুল্লাহ মানছুর : এ ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র, তাদের অনেকেই যথাসাধ্য তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, চেষ্টা করছেন। আমাদের উচিত তাদের প্রতিটি ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা।