Home তোমাদের কবিতা শীতল বুড়ি

শীতল বুড়ি

শেখ আবদুল্লাহ্ নূর  #

কাল পরী আর নিদ্রা পরী
ময়ুর পঙ্খি নায়
আয় চলে আয় তেপান্তরে
অচিন সোনার গাঁয়।
অচিন গায়ের শীতল বুড়ির
গীতল ভরা মন
গীত গেয়ে সে ঘুমিয়ে পড়ে
কে জানে কখন।

ঘুমের ঘোরে এমন জোরে
ডাকেরে তার নাক
নাকের ডাকে যায় পালিয়ে
সুঁদর বনের বাঘ।

SHARE

1 COMMENT

Leave a Reply to আবুসাদাত মোঃ সায়েম Cancel reply